Thank you for trying Sticky AMP!!

অবৈধ আগ্নেয়াস্ত্র রাখায় দুজনের ১৪ বছর কারাদণ্ড

প্রতীকী ছবি

নাটোরে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দুজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নাটোরের বিশেষ ট্রাইব্যুনাল-৪–এর বিচারক বেগম রুবাইয়া ইয়াছমিন আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের শহিদুল ইসলাম (৩৫) ও বাবু সর্দার (৩৪)।

মামলার সরকারি আইনজীবী লুৎফর রহমান বলেন, ৯ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি বাবু সর্দার আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি শহিদুল ইসলাম পলাতক।

মামলার বিবরণে জানা যায়, নলডাঙ্গা থানা-পুলিশ ২০০৪ সালের ৩০ এপ্রিল দুপুরে সরকুতিয়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ি থেকে একটি শাটারগান উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ শহিদুল ইসলাম ও বাবু সর্দারের বিরুদ্ধে মামলা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মামলাটির তদন্ত শেষে উভয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।