Thank you for trying Sticky AMP!!

অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুলাল ইসলাম (৩১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে অস্ত্র আইনের অন্য একটি ধারায় তাঁকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ড দুটি একই সঙ্গে কার্যকর হবে।

আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ আদালত-১-এর বিচারক মো. এনামুল বারী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দুলাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর সাবাড়ীতলা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্র ও সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হকের সঙ্গে কথা বলে জানা গেছে, অস্ত্র বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ২২ জুলাই র‌্যাবের হাতে দুটি বিদেশি পিস্তল, ১১টি গুলি ও চারটি ম্যাগাজিনসহ গোমস্তাপুর উপজেলার চৌডালা ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন দুলাল। এ ঘটনায় ওই দিনই র‌্যাব-৫ রাজশাহীর সহকারী উপপরিচালক (ডিএডি) কামাল হোসেন গোমস্তাপুর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ সরকার ২০১৩ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।