Thank you for trying Sticky AMP!!

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে জরিমানা

ফেনীর সোনাগাজীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার দুপুরে পৌরশহরের অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা।

সোহেল চাকমা প্রথম আলোকে বলেন, দুপুরে সোনাগাজী পৌরসভা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাবীব সওদাগরের মিষ্টি দোকানকে আট হাজার এবং বদ্দার খাবার হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের আরও বেশ কয়েকটি খাদ্য সামগ্রী বিক্রি দোকানিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী জব্দ করে পরে তা ধ্বংস করা হয়েছে।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল করিমসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।