Thank you for trying Sticky AMP!!

অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দায়িত্ব গ্রহণ করা এওএবির নেতারা। ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি বিমান পরিবহন কোম্পানিগুলোর সংগঠন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভাপতি ও নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মাছরাঙা টেলিভিশনের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী ও ইউ-এস বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। কোষাধ্যক্ষ হিসেবে ইমপ্রেস অ্যাভিয়েশনের জেড মাহমুদ মামুন, সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলা ইন্টারন্যাশনাল লাইনসের রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক হিসেবে স্কাই ক্যাপিটাল এয়ারলাইনসের মোহাম্মদ আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক হিসেবে বিআরবি এয়ারলাইনসের মোহাম্মদ পারভেজ রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মেঘনা অ্যাভিয়েশনের মোস্তফা কামাল, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ, ব্লু ফ্লাইং একাডেমির আবদুল্লাহ আল জহির স্বপন, পারটেক্স অ্যাভিয়েশনের রুবেল আজিজ ও জিএমজি এয়ারলাইনসের আশীষ রায় চেধুরী।

দেশের বিমান পরিবহন খাত উন্নয়নের জন্য ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এওএবি গঠন করা হয়।