Thank you for trying Sticky AMP!!

আইইউবিতে রোহিঙ্গা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আইইউবিতে দুই দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ক সেমিনার এবং আলোকচিত্র প্রদর্শনীতে বক্তারা। ছবি: সংগৃহীত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) দুই দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ক সেমিনার এবং আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বুধবার আইইউবির স্কুল অব বিজনেস বিভাগের ৩০০২ নম্বর রুমে দুই দিনব্যাপী এ সেমিনার ও আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়।

আইইউবির স্কুল অব বিজনেস বিভাগের উদ্যোগে ও রোহিঙ্গা সলিডারিটি নেটওয়ার্কের সহযোগিতায় এ আয়োজন চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া প্রেফন্টেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক মিলান পাগন, কানাডার লাউরেন্টয়িন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক অ্যান্ড চেয়ার ড. সাদেকুল ইসলাম, আইইউবির স্কুল অব বিজনেস বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আমিনুল করিম, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসাইন, অধ্যাপক ড. ইমতিয়াজ এ হোসাইন, সাবেক বিদ্যুৎ সচিব ড. ফয়জুল কবির খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামসহ (এনডিসি) অন্যান্য অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা রোহিঙ্গাদের ব্যাপারে সারা বিশ্বের নীরব ভূমিকার সমালোচনা করেন। সামনের দিকে সারা বিশ্বকে রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, বিশ্বের বড় দেশগুলো রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসছে না। যার ফলে দীর্ঘদিন পার হওয়ার পরও রোহিঙ্গা সমস্যা সমাধান হচ্ছে না। তাই এখনই সময় বিশ্বকে সজাগ করার। সেই সঙ্গে রোহিঙ্গাদের ব্যাপারে এ ধরনের উদ্যোগেরও প্রশংসা করেন তারা।

আইইউবিতে দুই দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ক সেমিনার শুরু হয়েছে ১২ জুন। ছবি: সংগৃহীত

আলোচনা সভা শেষে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরে অতিথিরা আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। 

আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাডীয় রাষ্ট্রদূতের উপদেষ্টা সাবিনা ইয়াসমিন সিদ্দিকসহ প্রমুখ।