Thank you for trying Sticky AMP!!

আইন করে ছাত্ররাজনীতি বন্ধ করা যাবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক

কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেছেন, রাজনীতি মানুষের মৌলিক অধিকার। কথা বলা মানুষের বলার অধিকার। স্বাধীনভাবে কোনো কথা বললে, সেটা তিনি বলতেই পারেন। আইন করে ছাত্ররাজনীতি বন্ধ করা যাবে না।

আজ শনিবার সকালে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের বারির কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক মন্তব্য করেছেন।

মন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই ছাত্ররাজনীতি আছে। দিল্লি বিশ্ববিদ্যালয়েও ছাত্ররাজনীতি আছে। সেখানেও দলীয় ভিত্তিতে নির্বাচন হয়। ছাত্ররাজনীতি আগেও ছিল, থাকবে। তবে সেটা হতে হবে স্বচ্ছ, সুন্দর ও নৈতিক। তিনি বলেন, ‘ছাত্ররাজনীতির বিপক্ষে আমরা না। এটা মানুষের মৌলিক অধিকার।’

পরে মন্ত্রী বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কৃষি গবেষণার মহাপরিচালক আবুল কালাম আযাদ, কৃষিবিদ আবদুল মান্নান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন:
আবরার হত্যার বর্ণনা বন্ধুদের মুখে
এক আসামির ভয়ংকর বর্ণনা
আবরারকে হত্যার আগে-পরে মেসেঞ্জারে আসামিদের গোপন কথোপকথন
আবরার হত্যা: ভিডিও ফুটেজে যা দেখা গেল
আবরার হত্যার ১৯ আসামি বহিষ্কার, বুয়েটে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ
আবরার হত্যার ১৯ আসামি যাঁরা...
আবরার হত্যায় এজাহারভুক্ত আসামি মোয়াজ গ্রেপ্তার