Thank you for trying Sticky AMP!!

আউশে ব্যস্ত কিষান-কিষানিরা

শরতের নীল আকাশজুড়ে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। কখনো কালো মেঘ জমাট বাঁধছে, কখনো সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, আবার কখনো সূর্যের দহনজ্বালা। এভাবে পার হয়ে যাচ্ছে শরৎকাল। এর মধ্যে কিষান-কিষানিরা ব্যস্ত আউশ ধান কাটা ও মাড়াইয়ে। আউশ ধান কাটা-মাড়াই ধারাবাহিকভাবে আলোকচিত্রে।
মাঠে আউশ ধান পেকেছে। সেগুলো কেটে ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা
মাঠে ধান কাটছেন কৃষকেরা। সেখানে পোকামাকড় খেতে ভিড় জমিয়েছে ফিঙে পাখি
কেটে নেওয়া আউশ ধান মাড়াই শেষ। ধান থেকে চিটা বের করার জন্য ঝেড়ে নিচ্ছেন কিষানি বেলি বেগম
ধান নিয়ে বাড়ি ফিরছেন একজন
ধান মাড়াই শেষ। এখন একটু বিশ্রাম প্রয়োজন কৃষকের
পাখপাখালি যেন ধান নষ্ট না করে, তার পাহারায় এই ব্যক্তি