Thank you for trying Sticky AMP!!

আখাউড়ায় ট্রেনের দুই টিকিট কালোবাজারিকে দণ্ড

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশনে ট্রেনের দুই টিকিট কালোবাজারি মিলন মিয়া (৫০) ও মহাব্বত আলীকে (৬৫) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

দণ্ডপ্রাপ্ত মিলন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা গ্রামে এবং মহাব্বতের বাড়ি আখাউড়া পৌরশহরের মসজিদ পাড়ায়। গতকাল রাতেই তাদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ গতকাল সন্ধ্যায় আখাউড়া রেলস্টেশনের ৭১ টেলিকমিউনিকেশন নামের একটি দোকানে অভিযান চালায়। এ সময় ৭৫টি ট্রেনের ১০১টি আসনের টিকিটসহ দোকান পরিচালনাকারী মিলন মিয়া ও তাঁর সহযোগী মহাব্বত আলীকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে টিকিট কালোবাজারির অপরাধে মিলন মিয়াকে ৬ মাসের কারাদণ্ড এবং মহাব্বতকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়ার ইউএনও তাহমিনা আক্তার দুজনকে দণ্ড দেওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।