Thank you for trying Sticky AMP!!

আগামী অর্থবছরে প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা বৃদ্ধি করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

রাশেদ খান মেনন । ফাইল ছবি

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী অর্থবছরে প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা বৃদ্ধি করা হবে। তিনি আজ রোববার রাজধানীর সুইড বাংলাদেশ মিলনায়তনে রমনা থানা ও শাহবাগ এলাকার অন্তর্গত প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঢাকা বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা তপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকার রমনা ও শাহবাগ এলাকার বিপুলসংখ্যক প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের দেশেরই নাগরিক। তাঁদের পেছনে ফেলে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। এই পিছিয়ে থাকা মানুষদের জন্য আমাদের সবারই এগিয়ে আসা উচিত।’ প্রতিবন্ধী ও অসহায় বয়স্ক মানুষের জন্য ভাতার পরিমাণ বৃদ্ধি করাটা এখন সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখ বয়স্ক মানুষ রয়েছে। এঁদের মধ্যে অনেকেই অসচ্ছল ও অসহায়। দেশের এই অভিজ্ঞ জনগোষ্ঠীর কথা আমাদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে।’