Thank you for trying Sticky AMP!!

মুজিব বর্ষে আতশবাজিতে রঙিন মৌলভীবাজার

>রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভকে ঘিরে মঙ্গলবার রাত ঠিক আটটায় লেজার শো ও আতশবাজির মধ্যে দিয়ে শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। একই সঙ্গে সারা দেশে শুরু হয় এ অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মক্ষণ উপলক্ষে মৌলভীবাজারে আতশবাজি প্রদর্শনী করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টা বাজার সঙ্গে সঙ্গে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আতশবাজি প্রদর্শন করা হয়।
আতশবাজির লাল, সবুজ, নীল, গোলাপি, হলুদ রঙে আলোকিত হয়ে ওঠে পুরো শহর
চোখধাঁধানো আতশবাজি ও লেজার শো’র সময় শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন, জয় বাংলা, স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ
আতশবাজির আলোর ঝলকানিতে মুখর ছিল উপস্থিত সবাই
করোনাভাইরাসের কারণে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ছিল না কোনো আনুষ্ঠানিকতা। শুধু আতশবাজি ও লেজার শো হয়েছে