Thank you for trying Sticky AMP!!

আত্মীয়ের বাড়িতে বেড়াচ্ছিলেন প্রবাসী, জরিমানা

শেরপুরে হোম কোয়ারেন্টিনের নির্দেশ লঙ্ঘন করে বাইরে ঘোরাফেরা করার অভিযোগে বিদেশফেরত একজনকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তি নকলা উপজেলার বাসিন্দা।

আজ রোববার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন এ জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ মার্চ কঙ্গো থেকে ফিরেছেন ওই প্রবাসী । এরপর তিনি নকলা উপজেলার বাড়িতে না থেকে শেরপুর জেলা শহরের রাজবল্লভপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পারেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে গিয়ে তাঁকে ১২ হাজার টাকা জরিমানা করেন এবং সেখানে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

অভিযানকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোবারক হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আদালতকে সহযোগিতা করেন।