Thank you for trying Sticky AMP!!

আদা-রসুনের কত ঝাঁজ

>

তিন সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দামের ঝাঁজ বেড়েছে। রমজানের শুরুর দিকে খুচরায় প্রতি কেজি আদা মানভেদে ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে সেই আদা মানভেদে খুচরায় ১৮০ থেকে ২০০ টাকা। রসুনও প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। রোজার শুরুর দিকে প্রতি কেজি রসুন ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই রসুন ১৪০ থেকে ১৬০ টাকা। পাইকারি ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদের আগের আদা ও রসুনের দাম কমার সম্ভাবনা নেই। ছবিগুলো বগুড়া শহরের পাইকারি বাজার রাজাবাজার ও ফতেহ আলী বাজার থেকে তোলা। 

আদার দামের ঝাঁজ বেড়েছে
বাজারে রসুন
তিন সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দাম বেড়েছে
রমজানের ঈদের এক সপ্তাহ আগে থেকে আদা ও রসুনের দাম বেড়ে গেছে
বাজারে ক্রেতা বাড়ছে এসব পণ্যের
সাজিয়ে রাখা আদা
রসুন সাজিয়ে রাখছেন বিক্রেতা