Thank you for trying Sticky AMP!!

আফতাব হত্যা মামলার তদন্তভার পেল র্যাব

প্রবীণ আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার তদন্তভার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) দেওয়া হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
একুশে পদক পাওয়া সাংবাদিক আফতাব আহমেদকে গত ২৫ ডিসেম্বর রাজধানীর রামপুরায় নিজ বাসায় খুন করা হয়। হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের পরদিন রামপুরা থানায় মামলা করেন আফতাব আহমেদের ছেলে মনোয়ার আহমেদ। মামলায় নিহতের ব্যক্তিগত গাড়িচালক মো. কবিরকে প্রধান আসামি করে ও অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করা হয়।
আফতাব আহমেদ ১৯৬৪ সালে ইত্তেফাক পত্রিকায় যোগ দিয়ে ২০০৬ সালে অবসর নেন। মুক্তিযুদ্ধসহ এই সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ছবি তুলেছিলেন তিনি।