Thank you for trying Sticky AMP!!

নিজের নামে সৌর বিদ্যুৎ প্রকল্পের নামকরণে প্রধানমন্ত্রীর না

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সৌরবিদ্যুতের একটি ‘আইকনিক’ প্রকল্পের নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার প্রস্তাব করা হয়েছিল। তবে সেই প্রস্তাব নাকচ করে নিজের নামটি কেটে ফেলার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এ ঘটনা ঘটেছে। সভা–পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তা জানিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, আজকের একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব তোলা হয়। তখন প্রধানমন্ত্রী এই প্রকল্প থেকে নিজের নাম কেটে দেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত সব সদস্যই প্রধানমন্ত্রীর নামে সোলার পার্ক করার প্রস্তাব করেছিলেন বলে জানান মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সবার বক্তব্য ছিল, এই সোলার পার্ক দেশের সবচেয়ে বড়। তা ছাড়া এটি আইকনিক প্রকল্প। সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, নিজের নাম বাদ দিতে। পরে তিনি এর নাম দেন সোলার পার্ক, জামালপুর।’

একনেক সভায় মন্ত্রী ও সচিবরা

সভায় ফাইভ-জি সেবা দিতে নেটওয়ার্ক আধুনিকায়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটককে ২ হাজার ১৪৪ কোটি টাকা দেওয়ার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হবে ২ হাজার ২০৪ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২ হাজার ১৪৪ কোটি টাকা। বাকি ৬০ কোটি টাকা টেলিটক নিজে বহন করবে।
আজকের একনেক সভায় ৭ হাজার ৯৮৫ কোটি টাকার মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।