Thank you for trying Sticky AMP!!

আমিরাতের বেসামরিক সম্মাননা পেলেন মোহাম্মদ ইমরান

ইউএইয়ের পররাষ্ট্রমন্ত্রী শেখ জায়েদ বিন আবদুল্লাহ আল নাহিয়ানের হাত থেকে সম্মাননা নেন মোহাম্মদ ইমরান। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী কূটনীতিক মোহাম্মদ ইমরান দেশটির অন্যতম বেসামরিক নাগরিক সম্মাননা মেডেল অব ইন্ডিপেনডেন্স অব ফার্স্ট অর্ডার পেয়েছেন। মোহাম্মদ ইমরান বর্তমানে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ ইমরানকে গতকাল বুধবার এই সম্মাননা দেওয়া হয়। ইউএইয়ের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের পক্ষে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ জায়েদ বিন আবদুল্লাহ আল নাহিয়ান তাঁর হাতে সম্মাননা তুলে দেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এক খবরে জানিয়েছে, দুই দেশের বন্ধুত্ব আর সহযোগিতা সম্প্রসারণের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ ইমরানকে ওই সম্মানে ভূষিত করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী কূটনীতিকদের মধ্যে মোহাম্মদ ইমরান প্রথমবারের মতো মেডেল অব ইন্ডিপেনডেন্স অব ফার্স্ট অর্ডার পেলেন।