Thank you for trying Sticky AMP!!

আম্পানের প্রভাব

ঘূর্ণিঝড় আম্পান ইতিমধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করা শুরু করেছে। চার ঘণ্টা ধরে উপকূল অতিক্রম করবে এই ঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের কারণে ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। ছবিগুলো বুধবারের।
আম্পানের প্রভাবে সৃষ্ট ঝড়। পলিটেকনিক রোড, বরিশাল নগর। ছবি : সাইয়ান
ঝড়ের মধ্যে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে মানুষ। মঠবাড়ি, কয়রা উপজেলা , খুলনা। ছবি : সাদ্দাম হোসেন
আইলায় ভেঙে যাওয়া বাঁধ আবারো ভাঙার উপক্রম হয়েছে। ৩ নং কয়রা লঞ্চঘাট এলাকা, কয়রা, খুলনা। ছবি : সাদ্দাম হোসেন
ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষকে সতর্ক করছেন স্বেচ্ছাসেবকেরা। লঞ্চঘাট এলাকা, বরিশাল নগর। ছবি : সাইয়ান
পাবনায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দইবাজার মোড়, পাবনা। ছবি : হাসান মাহমুদ
নদীর ফুঁসে ওঠা দেখে আতঙ্কিত এক নারী। কয়রা লঞ্চঘাট এলাকা, কয়রা, খুলনা। ছবি : সাদ্দাম হোসেন
গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে শরীর পলিথিনে মোড়ে রিকশাভ্যান নিয়ে সড়কে নেমেছেন একজন। সেউজগাড়ী, বগুড়া শহর। ছবি : সোয়েল রানা
পাবনার আকাশে মেঘের ঘনঘটা। শহর এলাকা, পাবনা। ছবি : হাসান মাহমুদ
আম্পানের প্রভাবে ঢাকার আকাশও মেঘাচ্ছন্ন। হাতিরঝিল, ঢাকা। ছবি : আবদুস সালাম