Thank you for trying Sticky AMP!!

আরও ৫টি সংসদীয় কমিটি গঠন

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদে আজ মঙ্গলবার আরও পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আলী আশরাফকে। সিমিন হোসেন রিমিকে সংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আ ফ ম রুহুল হককে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, এ কে এম রহমতুল্লাহকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং রুহুল আমীন মাদানীকে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়।

সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটিগুলো গঠনের প্রস্তাব সংসদে তোলেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়। এ নিয়ে মোট ৪৩টি সংসদীয় কমিটি গঠন করা হলো। গত সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি ছিল।