Thank you for trying Sticky AMP!!

আলুর বাহার

>

বগুড়ার পাইকারি সবজির বাজার মহাস্থান হাট। সেখানে এবার উঠেছে নানা ধরনের নতুন আলু। এসব আলুর আছে বাহারি সব নাম। যেমন গ্র্যানুলা, ডায়মন্ড, কারেস, কার্ডিনাল। বাজারে সকাল থেকেই প্রচুর লোকের সমাগম ঘটে। দরদাম করে আলু কেনেন ক্রেতারা। প্রতি মণ আলুর দাম ওঠে ৮০০ থেকে ৯০০ টাকা। বাজারে ওঠা নানা জাতের আলু নিয়ে এবারের ছবির গল্প।

লাল বিছানার মতো ছড়িয়ে আছে আলু।
ঝুড়িতে রাখা পাতাসহ তাজা আলু।
হাটে এবার সাদা জাতের এই আলুর বেশ কদর রয়েছে।
লাল প্রজাতির এই আলু প্রতি মণ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা দরে।
ক্রেতা-বিক্রেতায় জমজমাট আলুর বাজার।
ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি চলছে।
আলু কিনে বস্তায় ভরে বিভিন্ন বাজারে নেওয়ার প্রস্তুতি চলছে।