Thank you for trying Sticky AMP!!

আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ব্যবসায়ী রোকনুজ্জামান ওরফে রোকন (৩৫) হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বালুয়া বাজার, সদর উপজেলা, গাইবান্ধা, ২০ জুন

ব্যবসায়ী রোকনুজ্জামান ওরফে রোকন (৩৫) হত্যার বিচার ও মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কের সদর উপজেলার বালুয়া বাজারে আজ রোববার মানববন্ধন করেছেন এলাকাবাসী। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ২ কিলোমিটার এলাকাজুড়ে এই কর্মসূচি পালিত হয়।

বৃষ্টি উপেক্ষা করে ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রনজিত বকসি, রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মির্জা হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল সরদার, জেলা যুবলীগের সহসভাপতি আনোয়ারুল কবির, নিহত রোকনুজ্জামানের স্ত্রী ফেরদৌসি বেগম, ছেলে রোহান সরদার প্রমুখ।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় যুবলীগ নেতা সোহেল ও তাঁর ভাইরা ব্যবসায়ী রোকনুজ্জামানকে ধারোলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ হত্যার ঘটনার তিন দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ মূল আসামি যুবলীগ নেতা সোহেলকে গ্রেপ্তার করতে পারেনি। তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাঁরা বলেন, হত্যাকারীদের কোনো পরিচয় নেই। তাঁদের একটাই পরিচয়, তাঁরা হত্যাকারী। তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। অবিলম্বে যুবলীগ নেতা সোহেলকে গ্রেপ্তার করা না হলে, বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে রোকনুজ্জামানের স্ত্রী ফেরদৌসি বেগম ও ছেলে রোহান সরদার কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে এই হত্যার বিচার চান।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান বলেন, ঘটনার পর থেকে মূল আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে প্রযুক্তি ব্যবহার করে গত শনিবার রাতে মূল আসামি সোহেলের ভাই সুমন মিয়াকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট দুজনকে গ্রেপ্তার করা হলো।