Thank you for trying Sticky AMP!!

আ.লীগের সাবেক সাংসদ মিজানের বিরুদ্ধে মামলা

মুহাম্মদ মিজানুর রহমান

খুলনা-২ আসনের সরকারি দল আওয়ামী লীগের সাবেক সাংসদ মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সংস্থার ঢাকা সমন্বিত কার্যালয়-১-এ তাঁর বিরুদ্ধে মামলাটি করেন পরিচালক মঞ্জুর মোর্শেদ।

সাবেক এই সাংসদের বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে গত বছরের ৭ মার্চ অনুসন্ধানে নামে দুদক। সাংসদ থাকা অবস্থাতেই তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধান চলার সময় মিজানুর রহমানকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। গত বছরের ১৬ এপ্রিল প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে মিজান দাবি করেন, ‘সব অভিযোগই মিথ্যা।’

মিজানুর রহমান গত মেয়াদে সাংসদ থাকলেও ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে দলের মনোনয়ন পাননি। তাঁর আসনে মনোনয়ন পেয়ে সাংসদ হয়েছেন শেখ সালাহউদ্দিন।

আরও পড়ুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ : আ.লীগের সাবেক সাংসদ মিজানুরের নামে মামলা হচ্ছে