Thank you for trying Sticky AMP!!

ইতালিফেরত ১৪২ জন আশকোনা হজ ক্যাম্পে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ইতালি থেকে ফেরত আসা ১৪২ জন বাংলাদেশিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে। এই ১৪২ জনের সবাই আজ শনিবার সকালেই বাংলাদেশে ফিরেছেন। এখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, এমিরেটস এয়ারলাইনসের সকালের একটি ফ্লাইটে তাঁরা ঢাকায় আসেন। যেহেতু ইতালি থেকে এসেছেন, সে কারণে তাঁদের হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। তাঁদের কেউ জ্বরে আক্রান্ত নন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা স্বাস্থ্য পরীক্ষার পরে ঠিক করবেন তাঁদের কোথায় রাখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে, করোনা শনাক্ত না হলে তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হতে পারে। সবকিছু নির্ভর করছে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ওপর।