Thank you for trying Sticky AMP!!

ইন্টারনেটে ধীরগতি থাকবে চার ঘণ্টা

দেশে ৩০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চার ঘণ্টা ইন্টারনেট সেবা ধীরগতির মুখোমুখি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, এ সময় সি–মি–উই–৫ কর্তৃপক্ষ সাবমেরিন কেব্‌লে রক্ষণাবেক্ষণের কাজ করবে। এতে চার ঘণ্টা সি–মি–উই-৫–এর মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।

বিএসসিসিএল আরও জানায়, এ সময়ে সি–মি–উই-৪ সাবমেরিন কেব্‌ল ও আইটিসি অপারেটরের সার্কিট চালু থাকবে।

সব মিলিয়ে ইন্টারনেট সেবা বজায় থাকবে। তবে গ্রাহকেরা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন।

২০১৭ সালে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫ (সি-মি-উই-৫) সাবমেরিন কেব্‌লে যুক্ত হয় বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেব্‌ল সি-মি-উই-৪–এর সঙ্গে যুক্ত হয়।