Thank you for trying Sticky AMP!!

ইসি ভবনের আগুনে ক্ষতি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিচতলায় রোববার রাত ১১টার পর আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নেভানো হয়। সোমবার বেলা একটার দিকে নির্বাচন ভবন চত্বরে আগুন লাগার স্থান পরিদর্শন শেষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, নির্বাচনে ভবনে লাগা আগুনে ক্ষতি সামান্যই।
নির্বাচন কমিশনের প্রধান ভবনের বেসমেন্টে রোববার রাতের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি
যন্ত্রপাতি উদ্ধারের কাজ করছেন ইসির কর্মচারীরা
ক্ষতিগ্রস্ত ব্যালট ইউনিট, মনিটর, কন্ট্রোল ইউনিটে স্তূপ করে রাখা হয়েছে। এসিগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে
ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক তার থেকেই আগুনটা ছড়িয়েছে
ঘটনাস্থল পরিদর্শন করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও কবিতা খানম
ক্ষতিগ্রস্ত না হওয়া নির্বাচনী সরঞ্জাম সরিয়ে নিতে ব্যস্ত ইসির কর্মচারীরা
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কার তুলনায় ক্ষতির পরিমাণ খুবই নগণ্য