Thank you for trying Sticky AMP!!

ইয়াবার মামলায় ট্রলারমালিকের কারাদণ্ড

প্রতীকী ছবি

১৫ লাখ ইয়াবা বড়ি উদ্ধারের মামলায় ট্রলারমালিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম রাজীব দাশ। আজ রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞাঁ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, রায়ের আদেশে বিচারক আসামি রাজীব দাশকে একটি ধারায় ১০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আরেক ধারায় পাঁচ বছরের কারাদণ্ড, দুই হাজার হাজার টাকা জরিমনা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে দুটি সাজা একসঙ্গে চলবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খোকন দাশ, সেকান্দর আলী ও জাহাঙ্গীর আলমকে খালাস দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত রাজীবের মালিকানাধীন ট্রলার থেকে ইয়াবা উদ্ধার হয়। আদালত ট্রলারটি বাজেয়াপ্ত ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের পতেঙ্গায় ১৫ লাখ ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় করা মামলায় তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে একই বছরের ১৪ ডিসেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। ২০২০ সালের ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।