Thank you for trying Sticky AMP!!

উপসর্গ নিয়ে সোনাগাজীর এক ব্যক্তির মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে ফেনীর সোনাগাজী উপজেলার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা শহরের নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, ওই ব্যক্তি (৬০) দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েক দিন আগে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শহরের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। শুক্রবার দুপুর থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শে তাঁকে ওষুধ খাওয়ানো হয়। কিন্তু সন্ধ্যার পর তাঁর শ্বাসকষ্ট ও কাশি তীব্র আকার ধারণ করলে হাসপাতালে নেওয়ার আগেই বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহিরুল আলম বলেন, মৃত্যুর পর পরিবারের সদস্যরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। রাতেই জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশে ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও গ্রাম পুলিশের সহায়তায় বিশেষ ব্যবস্থাপনায় লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইউএনও অজিত দেব দাফনের কাজে নিয়োজিত ব্যক্তিদের সুরক্ষা সরঞ্জাম দিয়ে সহায়তা করেছেন।