Thank you for trying Sticky AMP!!

উপাচার্যের পদত্যাগ দাবি বুয়েট শিক্ষক সমিতির

আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে বুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন। বুয়েট শহীদ মিনার, বুয়েট, ঢাকা। ছবি: আবদুস সালাম

অদক্ষতা ও নির্লিপ্ততার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করেছে বুয়েট শিক্ষক সমিতি। যদি উপাচার্য পদত্যাগ না করেন, তাহলে সরকারের কাছে কমিটির দাবি, তাঁকে যেন অপসারণ করা হয়।

আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে বুয়েটের শহীদ মিনারের পাশে শিক্ষক সমিতি ও অন্যান্য শিক্ষকেরা এ দাবি জানান। দাবির কথা তুলে ধরেন শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ। এ সময় ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা হাততালি দিয়ে দাবির প্রতি সমর্থন জানান।

এ ছাড়া শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমত জানিয়ে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ বক্তব্য দেন। তিনি বলেন, বুয়েট শিক্ষক সমিতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষক ও ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত দিয়েছে।

এরপর শিক্ষকেরা দাবির পক্ষে মানববন্ধন করেন, এতে আন্দোলনরত শিক্ষার্থীরাও অংশ নেন।