Thank you for trying Sticky AMP!!

উল্টো পথে চলেন যাঁরা

রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে রোববার বিকেল চারটার দিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্যোগে পুলিশ উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকায়। দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি। অভিযানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকদের গাড়িও রয়েছে।

উল্টো পথে আসা একটি গাড়ি আটক করে মামলা করে পুলিশ। ছবি: সাজিদ হোসেন।
হেয়ার রোডে উল্টো পথে আসা সব যানবাহনকে আটক করে মামলা করে পুলিশ। এ সময় দেখা যায় বেশির ভাগ গাড়ি বিভিন্ন মন্ত্রণালয়ের। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেলের বিরুদ্ধে দুই ঘণ্টার অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্যোগে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকায় পুলিশ। দুই ঘণ্টার ওই অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এগুলোর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি। ছবি: সাইফুল ইসলাম
রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে উল্টো পথে চলা গাড়ি আটকাতে অভিযান চালানো হয়। ছবি: সাইফুল ইসলাম