Thank you for trying Sticky AMP!!

এইচএসসির সময়সূচিতে পরিবর্তন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সময়সূচি আংশিক পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ এপ্রিলের আরবি, সংস্কৃত ও পালি প্রথম পত্রের পরীক্ষা হবে ৯ মে, ১৮ এপ্রিল ওই তিন বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা ১১ মে এবং ২২ এপ্রিলের পরীক্ষা হবে ১২ মে। এ ছাড়া তারিখ ঠিক থাকলেও ৪ মে ও ৬ মের পরীক্ষা সকাল দশটার পরিবর্তে বেলা দুইটা থেকে শুরু হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য জানান। তিনি বলেন, পবিত্র শবে বরাতের কারণে ২২ এপ্রিলের পরীক্ষা পেছানো হয়েছে। বাকিগুলো পরীক্ষায় সমন্বয় করার জন্য পরিবর্তন করা হয়েছে।

১ এপ্রিল শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষার্থী প্রায় সাড়ে ১৩ লাখ।