Thank you for trying Sticky AMP!!

এক কলেই গর্ভবতী মায়েদের খাবার দিচ্ছেন আরিফা

আরিফা জাহান ক্রিকেট প্রশিক্ষকও। ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণি–পেশার শ্রমজীবী মানুষ। ফলে নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে ওই সব পরিবার। দেশের সংকটময় এই সময়ে সমাজের আর দশজনের মতো ঘরে বসে না থেকে নিজ উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের জন্য এগিয়ে এসেছেন আরিফা জাহান। তবে সমাজের অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য নয়, অসহায় ও দুস্থ পরিবারের গর্ভবতীদের জন্য।

নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আরিফা জাহান নিয়েছেন এমন উদ্যোগ। করোনায় কর্মহীন ওই সব পরিবারের উপার্জন বন্ধ থাকায় সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছেন গর্ভবতীরা। এ সময়ে যেমন খাবারের অভাব, তেমনি জরুরি মায়েদের জন্য পুষ্টিকর খাবার। তাই একটি মাত্র ফোনকলেই বিনা মূল্যে পৌঁছে যাবে গর্ভবতীদের ঘরে খাবার।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, চিনি, ছোলা, লবণ, সবজি, আলু, আটা, নুডলস, বিস্কুট, সাবান, কাপড় কাচার পাউডারসহ আরও বেশ কিছু গর্ভবতী ও শিশুদের পুষ্টিকর খাবার।

চাল, ডাল, তেল, চিনি, ছোলা বুট, লবণ, সবজিসহ খাদ্যসহায়তা করছেন আরিফা জাহান। ছবি: সংগৃহীত

আরিফা জাহান বলেন, ‘দেশের এই সংকটময় সময়ে নিজ উদ্যোগে সবাইকে সহায়তা করার চিন্তা করি। এরপর কাজ শুরু করি। এর আগে অসহায় ও দুস্থ ২৮০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ফোন এলে সেই জায়গায় গিয়ে খাবার দিয়ে আসতাম। এবার আমি গর্ভবতীদের খাদ্যসহায়তা দিচ্ছি। গতকাল বুধবার এ কাজ শুরু করি। বৃহস্পতিবার পর্যন্ত ১৫ জন গর্ভবতীকে সহায়তা করেছি।’

আরিফা জাহান বলেন, ‘এভাবে কাজ করতে গিয়ে আমার কাছে একটি বিষয় খুব নাড়া দেয়। সেটি হলো, ওই সব পরিবারে যাঁরা গর্ভবতী, তাঁদের কষ্টটা অনেক বেশি। তখন থেকেই আমি এই চিন্তা মাথায় আনি, গর্ভবতীদের জন্যও কাজ করব। কারণ, এই মুহূর্তে তাঁদের ভালো খাবারের প্রয়োজন। তাঁদের কষ্ট কিছুটা লাঘবে এই উদ্যোগ নেওয়া। আমি নিজেই গিয়ে হাতে হাতে খাবার দিয়ে আসি।’

আরিফা জাহানের ফেসবুক স্ট্যাটাসের ছবি। ছবি: সংগৃহীত

আরিফা জাহান আরও বলেন, ‘ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছি। সবাইকে অনুরোধ করেছি শেয়ার করে বিষয়টি সবাইকে জানানোর জন্য। ব্যাপক সাড়া পাচ্ছি। অনেক মানুষ শেয়ার এবং কমেন্ট করে আমাকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন। সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’

আরিফা জাহান রংপুর নগরীর নুরপুর ২৬ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মফিজুল ইসলামের মেয়ে। চার ভাইবোনের মধ্যে তৃতীয়। সরকারি বেগম রোকেয়া কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। রংপুর ওমেনস ড্রিমার ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক আরিফা জাহান।