Thank you for trying Sticky AMP!!

এগারসিন্দুর ট্রেনে ডাকাতি, চারজনের ১০ বছর করে কারাদণ্ড

ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনে যাত্রীকে ছুরিকাঘাত করে টাকা লুটের দায়ে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। এ ছাড়া মামলার অপর আট আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত চারজন হলেন ভৈরবের আমলাপাড়া গ্রামের সোহেল ওরফে টেপ্পা (২০), একই উপজেলার জগন্নাথপুরের লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ আলী (৪২), আবদুল লতিফ (৪২) ও সোহাগ (৩১)।

আজ সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে কারাদণ্ডে দণ্ডিত চার আসামির মধ্যে মোহাম্মদ আলী ও আবদুল লতিফ উপস্থিত ছিলেন। অন্য দুজন পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৮ জানুয়ারি ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জে আসার পথে ট্রেনটিতে ডাকাত দল হানা দেয়। এ সময় ট্রেনযাত্রী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের হেলাল মিয়াকে ছুরিকাঘাত করে তাঁর সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ডাকাত দল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় হেলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভৈরব জিআরপি থানায় মামলা করেন।

২০১৯ সালের ১৬ মে মামলার তৃতীয় ও সর্বশেষ তদন্ত কর্মকর্তা জিআরপি থানার এসআই আবুল কাসেম আকন্দ ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।