Thank you for trying Sticky AMP!!

এনআইডি সেবা অনলাইন ও খুদে বার্তায়

প্রতীকী ছবি

জাতীয় পরিচয়পত্র–সংক্রান্ত কয়েকটি সেবা মুঠোফোনের খুদে বার্তায় (এসএমএস) ও অনলাইনে দেওয়ার সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার দুপুরে এক ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম।

সাইদুল ইসলাম জানান, করোনা প্রাদুর্ভাবের মধ্যে সরকারি ছুটির মধ্যেও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি), জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন ও নতুন ভোটার নিবন্ধন সেবা পাওয়া যাবে অনলাইনে। এসএমএস সেবাও চালু থাকবে। এই সেবা পেতে এ–সংক্রান্ত ওয়েবসাইট https://services.nidw.gov.bd এ যেতে হবে।

মোবাইল এসএমএসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর পেতে ‌'এনআইডি স্পেস ফরম নম্বর স্পেস জন্মতারিখ দিন-মাস-বছর' লিখে ১০৫ নম্বরে এসএসএম পাঠাতে হবে। ফিরতি এসএমএসে নম্বর জানানো হবে।