Thank you for trying Sticky AMP!!

এবার উপমন্ত্রীর মায়ের করোনা শনাক্ত

চট্টগ্রাম সিটির সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এবং তাঁর দুই গৃহকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মা।

চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডি হাসপাতালের পরীক্ষাগারে ভাইরাস শনাক্ত করা হয়। মঙ্গলবার রাতে তা জানানো হয়।

শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান সিকদার প্রথম আলোকে বলেন, চশমা হিলের বাসার আটজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এতে উপমন্ত্রীর মা হাসিনা মহিউদ্দিন এবং দুই গৃহকর্মী শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

নাজিউর রহমান আরও বলেন, হাসিনা মহিউদ্দিনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। চশমা হিলের বাসায় আলাদাভাবে তিনি আছেন।

গত রোববার হাসিনা মহিউদ্দিনের ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী ওরফে সালেহীনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। সালেহীন চশমা হিলের নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

চটগ্রাম নগরের চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাসভবন অবস্থিত।