Thank you for trying Sticky AMP!!

করোনায় মারা গেলেন অতিরিক্ত সচিব

অতিরিক্ত সচিব তৌফিকুল আলম। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সদ্য অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া অতিরিক্ত সচিব তৌফিকুল আলম মারা গেছেন। আজ শুক্রবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন আজ প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। বিসিএস অষ্টম ব্যাচের (১৯৮৬) এই কর্মকর্তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফনের সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, প্রয়াত তৌফিকুল আলম সর্বশেষ তথ্য কমিশনের সচিব ছিলেন। গত ফেব্রুয়ারি থেকে তিনি পিআরএলে যান।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তৌফিকুল আলমের মৃতুতে শোক প্রকাশ করেছে।
এর আগে গত ৬ এপ্রিল প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এ ছাড়া মাঠপ্রশাসনের বেশ কিছুসংখ্যক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হন।