Thank you for trying Sticky AMP!!

এবার বিজয় দিবসে কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রথম আলো ফাইল ছবি

এ বছর বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠান হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সার্বিক আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাদশ সংসদ নির্বাচন থাকায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে বিজয় দিবসের অন্য সব কর্মসূচি যথারীতিই পালিত হবে। ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয় দিবসে কুচকাওয়াজ না হলেও সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কূটনীতিকেরা শ্রদ্ধা নিবেদন করবেন। স্মৃতিসৌধ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। সমগ্র এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুত রয়েছে। নির্বাচনের কারণে এবার সর্বাধিক নিরাপত্তা দেওয়া হবে।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।