Thank you for trying Sticky AMP!!

এ কী হাল সুরমার!

>সিলেট নগরে সুরমা নদী পারাপারের জন্য রয়েছে বেশ কয়েকটি খেয়াঘাট। ঘাট লাগোয়া তীরের বাসিন্দারা ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত হচ্ছে নদীর তীরবর্তী পরিবেশ। ঘাটে যাতায়াত করা লোকজনের অভিযোগ, ব্যবসায়ীরা তাঁদের উচ্ছিষ্ট ও পরিত্যক্ত আবর্জনা তীরে ফেলছেন। এভাবে চলছে নদীদূষণ। নদীর পাড়ের মানুষের দুর্ভোগ বাড়ছে, নদী হারাচ্ছে তার কমনীয়তা। নদীর কালীঘাটের কিছু ছবি নিয়ে ছবির এই গল্প।
নদীর ঘাটে আবর্জনার স্তূপ
ঘাট থেকে ছড়িয়ে নদীতে গিয়ে নামছে আবর্জনা
নষ্ট হতে বসেছে নদীর স্বাভাবিক চেহারা
দুর্গন্ধ আর দূষণের মধ্যেই চলছে পারাপার
আবর্জনার স্তূপে খাড়া হয়ে আছে পাড়। কোথায় ভিড়বে নৌকা?
গা ঘিনঘিনে ময়লার স্তূপ
ময়লার ভারে ধরাশায়ী কচি গাছ
এটা নদীর পাড় না আবর্জনার ভাগাড়?