Thank you for trying Sticky AMP!!

কখন আসবে ফেরি?

>

নদীতে তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওরাকান্দি নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। প্রতিটি ফেরি পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি সময় লাগছে। এ কারণে ঘাটের পথজুড়ে বাস-মিনিবাস, প্রাইভেট কারের সারি দীর্ঘ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। মাওয়া চৌরাস্তা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী প্রায় ৫০০ ট্রাকের জট দেখা গেছে। আটকা পড়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেট কারসহ অন্য পরিবহন। এই পথে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ছোট–বড় সব ধরনের ফেরিতে ওঠার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
মোহাম্মদ রুহুল আমিন সুদূর সৌদি আরব থেকে ঢাকায় এসেছেন মাত্র ৬ ঘণ্টায়। অথচ ঢাকা থেকে বরিশাল যেতে মাওয়া ঘাটে ১৪ ঘণ্টা ধরে বসে আছেন তিনি।
মাওয়া চৌরাস্তা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাকের জট।
অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে অপেক্ষা।
সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে স্পিডবোটে নদী পার হচ্ছেন অনেকে।
স্রোত কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা।
ফেরি না পেয়ে ধারণক্ষমতার অধিক যাত্রী নিয়ে মাওয়া-কাওরাকান্দি নৌরুটে চলাচল করছে ছোট লঞ্চ।
কখন আসবে ফেরি—গাড়ি নিয়ে ঘাটে অপেক্ষা।
বন্যায় নদীর পানি বাড়ছে, ঘাটের রাস্তা ডুবছে।