Thank you for trying Sticky AMP!!

কন্টেইনারে আর্কএশিয়ার প্রদর্শনী

কন্টেইনারে আর্কএশিয়ার প্রদর্শনীএশিয়ার স্থপতিদের নিয়ে গড়ে ওঠা ‘আর্কএশিয়া ফোরাম’-এর ২০তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। আয়োজক বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)। সম্মেলনের অংশ হিসেবে রাজধানীর বেশ কয়েকটি স্থানে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আয়োজনে কন্টেইনারকে প্রদর্শন কক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে। কন্টেইনারগুলোর গায়ে করা হয়েছে দেয়ালচিত্র। দেয়ালচিত্রে ৪০০ বছরের ঢাকার চিত্র প্রতিফলিত হয়েছে। ছবিগুলো মানিক মিয়া অ্যাভিনিউ থেকে গতকাল রোববার তোলা।
ঢাকার স্থাপনা ও জীবন আচরণ দেয়ালচিত্রে ফুটে উঠেছে।
কন্টেইনারের ভেতরে প্রদর্শিত হচ্ছে স্থাপত্যকলার আলোকচিত্র ও নকশা।
আলোকচিত্র দেখছেন কয়েকজন।
কন্টেইনারের ভেতরে মূল আয়োজন থাকলেও দেয়ালচিত্রগুলো বেশি টানছে দর্শনার্থীদের।
রঙিন ঢাকাকে নিজেদের সঙ্গে ক্যামেরাবন্দী করে নিলেন এক দল তরুণী।
দেয়ালচিত্রে পয়লা বৈশাখে ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্য।