Thank you for trying Sticky AMP!!

গাইবান্ধায় 'শব্দ'র মোড়ক উন্মোচন

কবি সরোজ দেব সম্পাদিত সাহিত্য ও শিল্পভাবনার লিটলম্যাগ ‘শব্দ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ছবি: সংগৃহীত

গাইবান্ধা লেখক ফোরামের আয়োজনে কবি সরোজ দেব সম্পাদিত সাহিত্য ও শিল্পভাবনার লিটলম্যাগ ‘শব্দ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে কবি সরোজ দেবকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন শাহনাজ আমিন মুন্নি।

গতকাল শনিবার রাতে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে ‘শব্দ’র মোড়ক উন্মোচন করা হয়।

লিটলম্যাগ ‘শব্দ’র ৪৮ তম বর্ষে পদার্পণ করছে। শব্দের এই সংখ্যায় প্রচ্ছদ করেছেন কিংশুক ভট্টাচার্য। এতে ছড়া, কবিতা, গল্প, অণুগল্প, প্রবন্ধ লিখেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারতের লেখকেরা। অনুষ্ঠানে বলা হয়, প্রতি মাসেই লেখক ফোরামের সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হবে। এ ছাড়া কোনো লেখকের বই প্রকাশিত হলে গাইবান্ধা লেখক ফোরামের আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করা হবে।

অধ্যাপক কবি ইবনে সিরাজের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন ছড়াকার ও গাইবান্ধা লেখক ফোরামের উপদেষ্টা আবু জাফর সাবু, সদস্যসচিব মোদাচ্ছেরুজ্জামান মিলু, সরোজ দেব, দেবাশীষ দাশ দেবু, সুলতান উদ্দিন আহমেদ, জিয়াউল হক কামাল, শাহনাজ আমিন মুন্নি, সোহেল রানা, শুভ আকন্দ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা লেখক ফোরামের উপদেষ্টা গোবিন্দ লাল দাস, সদস্য পিটু রশিদ, উত্তম কর্মকার, সুরবাণী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান, আইনজীবী শাহনেওয়াজ খান, রানা পাপুল, শুভ আকন্দ, বিশ্বজিৎ কুমার, হাসান সৈকত, গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলমগীর কবির, সদস্য আপেল মাহমুদ, তৈয়বুর রহমান, মেহেদী হাসান সজীব, রক্তদাতাদের সংগঠন বাঁধন গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের জোনাল প্রতিনিধি মিল্লাত হোসাইন, গাইবান্ধা জুম বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয়ক মেহেদী হাসান, সদস্য নিশাত বাবু, আসিফ রায়হান, শেখ আনাস আহমেদ, সুরাইয়া তাছনিন সাথী প্রমুখ।