Thank you for trying Sticky AMP!!

কমলাপুর পদচারী-সেতুর দুরবস্থা

কমলাপুর পদচারী–সেতুর সবুজবাগ অংশের ভাঙা সিঁড়ির ধাপ। হকারদের দৌরাত্ম্য আবার পাটাতন ভেঙে গিয়ে হওয়া গর্তে চরম ভোগান্তিতে পথচারীরা। পাটাতন ভেঙে গিয়ে গর্ত হয়ে থাকায় পাথর দিয়ে রেখেছেন সেতুর হকাররা। আবার সিঁড়ির একটি ধাপ ভেঙে যাওয়ায় সেখানে গাছের ডাল দিয়ে রেখেছেন সেই রাস্তায় নিয়মিত যাতায়াতকারী এক শ্রমিক। কিন্তু মাস খানের ওপর হওয়া এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ।

সবুজবাগ পদচারী–সেতুর সিঁড়ির ধাপ ভেঙে যাওয়ায় বিপাকে চলাচলকারীরা।
কমলাপুর পদচারী সেতুর সবুজবাগ অংশ সিঁড়ি এটি।
কমলাপুর পদচারী–সেতুর ওপরে চলাচলের রাস্তা দখল করে হকারদের রমরমা ব্যবসায়। অনেকে শুধু এখানেই ব্যবসা করছেন প্রায় ২০ বছর ধরে।
কিন্তু হকারদের ব্যবসায় হাঁটার রাস্তা সরু হয়ে পথচারীদের ভোগান্তি।
কমলাপুর পদচারী–সেতুর এই শেষ অংশে সংযুক্ত পদচারী–সেতুটি বানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
পাটাতন ভেঙে গিয়ে গর্ত হয়ে থাকায় পাথর দিয়ে রেখেছে পদচারী সেতুর হকাররা। আগে গর্তে পা পড়ে পা কাটলেও এখন প্রায়ই এ পাথরে পা লেগে আহত হচ্ছে পথচারীরা।