Thank you for trying Sticky AMP!!

করোনাকালের নগরচিত্র

করোনার প্রভাবে থমকে গেছে নগরজীবন। অনেকটাই বদলে গেছে নগরের চিরচেনা দৃশ্য। সবাই ঘরে থাকছে। খুব প্রয়োজন না হলে মানুষ বাইরে বের হচ্ছে না। নগরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বেড়েছে। নগরবাসীর মধ্যে বেড়েছে স্বাস্থ্য সচেতনতা। করোনায় সবাই সংকটে। তবে সবচেয়ে বেশি বিপদে দরিদ্র মানুষ। করোনাকালের নগরচিত্র নিয়ে ছবির গল্প।
বাইরে লোকজন নেই। তাই এখন ভিক্ষাও মেলে না।
পদচারী–সেতুর সিঁড়ির নিচে ছিন্নমূল মানুষের নিরাপদ আশ্রয়।
পরিচ্ছন্নতাকর্মীদের কোনো ছুটি নেই।
পথের ধারে রিকশাভ্যানে ব্লিচিং পাউডার বিক্রি।
রিকশার সারি। চালকেরা যাত্রীর অপেক্ষায়।
করোনাকালে পথের ধারে হাত ধোয়ার ব্যবস্থা।
সংসার চালাতে ঝুঁকি নিয়ে সড়কে বেরিয়েছেন এক চালক।