Thank you for trying Sticky AMP!!

করোনাকালে দুস্থদের পাশে ব্যাচ '০৭

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সারা দেশে ঘোষণা করেছে সাধারণ ছুটি। এতে সবচেয়ে বিপাকে পড়েছে দুস্থ ও দিন এনে দিন খাওয়া মানুষ। এই পরিস্থিতিতে শহরের দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা কলেজিয়েট স্কুলের ২০০৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের পক্ষ থেকে নিম্ন আয়ের ১২০ পরিবারকে বুধবার দুপুরে খাদ্যসহায়তা দেওয়া হয়। এ সময় পথের ক্ষুধার্ত কুকুর ও বানরদেরও খাওয়ায় তাঁরা।

স্কুল প্রাঙ্গণে আসা সাহায্যপ্রার্থীদের জীবাণুনাশক স্প্রে করে মাস্ক দিচ্ছেন আয়োজকেরা
উপহারসামগ্রী নিয়ে যাচ্ছেন সাহায্যপ্রার্থীরা
প্রাক্তন শিক্ষার্থীরা নিম্ন আয়ের ১২০ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করেন
বিতরণ কার্যক্রমে মানা হয় সামাজিক দূরত্ব
করোনা–পরিস্থিতিতে অভুক্ত অবস্থায় আছে পথের কুকুরগুলো। তাই কুকুরদের জন্য খাবারের আয়োজন করেছেন তাঁরা।
পুরান ঢাকার রাজার দেউড়ি এলাকায় প্রায় ৫০টি বানরের মধ্যে ২০০৭ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা বিতরণ করে শসা ও টমেটো