Thank you for trying Sticky AMP!!

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ

সুন্দরবন। প্রথম আলো ফাইল ছবি

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সুন্দরবনসহ খুলনা ও বরিশাল অঞ্চলের সব প্রত্নস্থানে পর্যটক প্রবেশ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মইনুদ্দিন খান প্রথম আলোকে বলেন, বন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে। তিনি বলেন, সারা দেশে সব ধরনের বনের জন্যই এই নিষেধাজ্ঞা দিয়েছে বন অধিদপ্তর।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল অঞ্চলের উপপরিচালক আফরোজা খান বলেন, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধ ও জনসমাগম কমাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।