Thank you for trying Sticky AMP!!

করোনা-আক্রান্তের পাশে দাঁড়ান: চিকিৎসকদের আহমদ শফী

হেফাজতে আমীর শাহ আহমদ শফী। ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জাতিকে সেবা ও সাহস দিয়ে সচেতন করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। আজ বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাস আমাদের দেশে সংক্রমিত হয়েছে। এই মুহূর্তে ইসলামি নির্দেশনা হলো, সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা। বিপদ আপদে আতঙ্কিত হওয়া উচিত না।

এই পরিস্থিতিতে সর্বাধিক দায়িত্ব বর্তায় চিকিৎসক ভাইদের। তাঁরা জাতিকে সেবা ও সাহস দিয়ে সজাগ রাখতে পারেন। সচেতন করতে পারেন। বিগত দিনে বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে চিকিৎসকেরা সেবা দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। রোগীর পাশে থেকে অবিরাম সেবা করেছেন।

হেফাজতের আমির আরও বলেন, ‘সরকারি ব্যবস্থাপনা পর্যাপ্ত না হলে স্বেচ্ছায় বিকল্প উদ্যোগ গ্রহণ করুন। হতাশা আর ভীতি সঞ্চারমূলক কর্মকাণ্ড থেকে আল্লাহর ওয়াস্তে বিরত থাকুন। রোগীকে সেবা প্রদান করা একজন ডাক্তারের নৈতিক দায়িত্ব। সতর্কতার সঙ্গে আক্রান্তদের পাশে দাঁড়ান। সেবা প্রদান করুন। এতে আল্লাহ খুশি হবেন।’