Thank you for trying Sticky AMP!!

করোনা পরিস্থিতিতে ভালো করার চেষ্টা করব: স্বাস্থ্যের ডিজি

আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে সদ্য যোগদান করা অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ‘এই মুহূর্তে বেশি কিছু বলতে পারব না’ বলে জানালেও ভালো করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

আজ রোববার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব।’

এদিকে মহাপরিচালক পদে দায়িত্ব নেওয়ার পর বেলা পৌনে একটায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কক্ষে যান নতুন ডিজি। প্রায় সোয়া ঘণ্টার পর স্বাস্থ্যমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে স্বাস্থ্যসচিবের কক্ষে প্রবেশ করেন তিনি। এরপর সেখান থেকে বের হওয়ার পর আবার মন্ত্রীর কক্ষে যান খুরশিদ আলম।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন ডিজি বলেন, ‘আমি আজ দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী ও সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করলাম। উনারা কিছু দিকনির্দেশনা দিয়েছেন। আরও নির্দেশনা দেবেন।’

নতুন ডিজি বলেন, ‘আজ আসলে মিটিং শেষ করতে পারিনি। মন্ত্রী মহোদয়ের তাড়া আছে, উনি যাবেন। আমরা বেরিয়ে এসেছি।’

ডিজি বলেন, ‘আমি সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পর আপনাদের (মিডিয়া) অফিশিয়ালি ডাকব, আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করবেন। তবে এই মুহূর্তে বেশি কিছু বলতে পারব না।’

করোনাভাইরাস মহামারির মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য হওয়ার পর এই দায়িত্বে এসেছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান খুরশীদ আলম।

বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে খুরশীদ আলমকে অবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগ দিতে বলা হয়। ওই দিনই আজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।