Thank you for trying Sticky AMP!!

করোনা শনাক্ত ৩৫৩৩, মৃত্যু ৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২ হাজার ৪৫৭ জন। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনের।

নতুন করে মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ৬ জন নারী।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। সব মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৩ জন।

গতকাল মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ১৬৩ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৯ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৩ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৪০২টি নমুনা।

দেশে ৭৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সুস্থ থাকতে সব ব্যবস্থা নিতে হবে। এবং নিয়ম মেনে চলতে হবে।’