Thank you for trying Sticky AMP!!

কর্ণফুলীতে ডকইয়ার্ডের জাহাজে আগুন

চট্টগ্রামের কর্ণফুলীতে এলসিটি কাজল নামের জাহাজে অগ্নিকাণ্ড। আগুন নেভাতে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের চেষ্টা। আজ সকাল ১০টার দিকে। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে পুড়ল এলসিটি কাজল নামের একটি জাহাজ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নদীর দক্ষিণ পাড়ে ইছানগর বিএফডিসি মাল্টি চ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, মেরামত করার জন্য তিন মাস আগে জাহাজটি কর্ণফুলী উপজেলার ইছানগর বিএফডিসি মাল্টি চ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডে আনা হয়। মেরামত চলাকালে সকাল সাড়ে ৯টার দিকে ওয়েল্ডিং থেকে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই জাহাজের কেবিনসহ সব মালামাল পুড়ে যায়। জাহাজটির প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জানতে চাইলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক শামীম চৌধুরী বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।