Thank you for trying Sticky AMP!!

কর্ণফুলী পেপার মিল যেন 'ছন্নছাড়া'

বয়সের ভারে ন্যুব্জ কর্ণফুলী পেপার মিলটির (কেপিএম) অবস্থা অনেকটা কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ‘ছন্নছাড়া’ কবিতার মতো। কবিতাটিতে কবি ছন্নছাড়া বেকার যুবকদের বর্ণনা দিয়ে লিখেছেন, ‘ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই।’ কেপিএমের তেমনি বড় বড় মেশিন আছে। কিন্তু চলার শক্তি নেই। মণ্ড তৈরির কারখানা আছে, চালু নেই। রক্ষণাবেক্ষণ নেই, কাঁচামাল নেই, দক্ষ শ্রমিক নেই, ব্যবস্থাপনায় সমন্বয় নেই, আয় নেই, রোজগার নেই, মূলধন নেই, সর্বোপরি উৎপাদন নেই। দিনের পর দিন লোকসান গুনতে থাকা কেপিএমের অবস্থা এখন জরাজীর্ণ। তবে এখনো সীমিত আকারে কাগজ তৈরি হচ্ছে এখানে।

ফটকসহ কর্ণফুলী পেপার মিলের ভবন
অবহেলায় মরচে ধরে নষ্ট হয়ে যাচ্ছে মিলের গুরুত্বপূর্ণ কলকবজা
খোলা আকাশের নিচে বেহাল মিলের মালামাল
সবখানেই এমন জরাজীর্ণ ভাব
বয়সের ভারে ন্যুব্জ মিল
রক্ষণাবেক্ষণ নেই, কাঁচামাল নেই, দক্ষ শ্রমিক নেই, ব্যবস্থাপনায় সমন্বয় নেই, আয় নেই, রোজগার নেই, মূলধন নেই, সর্বোপরি উৎপাদন নেই
দিনের পর দিন লোকসান গুনতে থাকা মিলটি এখন জীর্ণ দশায়