Thank you for trying Sticky AMP!!

কলাতিয়া বাজারে জমজমাট শীতের সবজির হাট

>কেরানীগঞ্জের কলাতিয়া বাজারের ব্যস্ততা শুরু হয় দিনের প্রথম প্রহর থেকেই। ইতিমধ্যে এ বাজারে হরেক রকমের শীতকালীন শাকসবজির বেচাকেনা শুরু হয়ে গেছে। চাষিরা ভ্যান বা মাথায় করে এসব শাকসবজি বাজারে এনে থাকেন। আর পাইকারেরা এসব দরদাম করে কিনে পাঠিয়ে দেন রাজধানীর বাজারগুলোয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরানীগঞ্জের কলাতিয়া, ভাকুর্তা, সিরাজনগর, তারানগর, আঁটিবাজার ও হজরতপুরের চাষিদের আবাদ করা সব ধরনের সবজি এখানে পাওয়া যায়।
এ হাটে লাউ, বেগুন, চিচিঙ্গা, ধুন্দল, করলা, বরবটি, পটোল, শিম, চালকুমড়া, ফুলকপি, বাঁধাকপিসহ বেশ কয়েক ধরনের তাজা সবজি মিলছে
সাভারের শ্যামপুরে এবার ফুলকপির ভালো ফলনে এ বাজারে অনেক ফুলকপির জোগান আছে। বিক্রি হচ্ছে পিচপ্রতি ১৫ থেকে ২০ টাকায়
স্থানীয় চাষিরা জানান, এ হাটের শাকসবজি কারওয়ান বাজার, নবাবগঞ্জ, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর বাজার, কৃষি মার্কেট ও বাবুবাজার এলাকায় বেশি যায়
লেবু, গাজর, জলপাই, শসার জোগান আছে এখানে
এ ছাড়া লাউ, লালশাক, সরিষার শাক, পালংশাকসহ নানা জাতের শাকও পাওয়া যাচ্ছে
ভোরের আলো তখনো ভালো করে ফোটেনি। কিন্তু ততক্ষণে নিজের খেতের সবজি নিয়ে কলাতিয়া বাজারে আসা শুরু হয়েছে কৃষকদের
রাজধানীর বাজার থেকে এখানে সবজির দাম প্রতি কেজিতে গড়ে ২০ থেকে ২৫ টাকা কম
ক্রেতা-বিক্রেতাদের ​ভিড়ে ভোররাত থেকে সকাল প্রায় সাড়ে আটটা পর্যন্ত পুরো বাজার এলাকা ছিল সরগরম
রাজধানীর বিভিন্ন বাজারের পাইকারি বিক্রেতারা ছোট ট্রাক বা সিএনজিচালিত অটোরিকশায় তা দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন