Thank you for trying Sticky AMP!!

কলাপাড়ায় নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রমুখী চার লেন সড়কের পাইলিংয়ের কাজ করতে গিয়ে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মো. মানিক (২৬) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের রজপাড়া থেকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র পর্যন্ত চার লেনের এ সড়ক নির্মিত হচ্ছে।

নির্মাণশ্রমিক মানিকের বাড়ি ময়মনসিংহের তারাকান্দি উপজেলার রাজতারিকা গ্রামে। মানিকের ভাই মো. নজরুল ইসলাম জানান, আজ সকালে মানিকসহ অপর শ্রমিকেরা পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় পাইলিংয়ের লুভারের সঙ্গে মানিক ধাক্কা খান। এতে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অপর শ্রমিকেরা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্রমিক মানিক ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের শ্রমিক ছিলেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জে এইচ খান লেলিন বলেন, শক্ত কিছুর সঙ্গে আঘাত লাগায় তাঁর মাথা থেঁতলে গেছে। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই শ্রমিক মারা যান।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, ‘আমরা খবর পেয়ে মানিকের লাশের সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’