Thank you for trying Sticky AMP!!

কল্যাণপুরে পেট্রলপাম্পের আগুন নিয়ন্ত্রণে

রাজিয়া পেট্রলপাম্পে আগুন লেগে পুড়ে যায় গাড়িটি। কল্যাণপুর, ঢাকা, ১৮ জুন। ছবি: আশরাফুল আলম

রাজধানীর কল্যাণপুর এলাকার রাজিয়া পেট্রলপাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে ওই পাম্পে আগুন লেগেছিল। এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা মহানগর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বিকেল সোয়া পাঁচটার দিকে রাজিয়া পেট্রলপাম্পে আগুন লাগে। খবর পেয়ে তাদের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বেলা ৫টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সন্ধ্যা ছয়টার দিকে এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, তেলের বেশ কিছু লরি পাম্পে ছিল। লরিগুলো থেকে রিজার্ভারে তেল ভরার সময় আগুনের সূত্রপাত্র হয়। পড়ে তা দ্রুত ছড়িয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন...
কল্যাণপুরে পেট্রল পাম্পে আগুন